Tuesday, April 2, 2013

ই-বুক বা অকাগুজে বই

প্রযুক্তি বদলে দিয়েছে বই প্রকাশের ধরনও।এখন বই মানে সদ্য ছাপা কালির গন্ধ নয়।কম্পিউটারে বসেই এখন পড়া  যাচ্ছে হরেক রকম ব্ই।অকাগুজে এসব বই দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে।১৪৪০ সালে গুটেনবার্গের ছাপাখানায় সর্বপ্রথম বই ছাপা হয়েছিল  তবে না ছেপেও যে বই প্রকাশ করা যা্য় তা দেখতে ঘুরে আসতে ইন্টারনেট এর জগত থেকে।
ইন্টারনেটে বাংলা বই :
ইন্টারনেটে বাংলা ই-বুক এর এক বিশাল সংগ্রহশালা রয়েছে।ইংরেজি ভাষার ই-বুক এর তুলনায় বাংলা ই-বুক এর সমাহার যে কম নয় তা বাংলা বই এর বিভিন্ন সাইট ঘুরে দেখলেই বোঝা যায়।বাংলা এসব ই-বই বিনামুল্যে যেমন পাওয়া যায় তেমনি চাইলে বিভিন্ন সাইট থেকে কিনেও নেওয়া যায়।
বিনামুল্যে বাংলা বই ডা্উনলোড করা যায় এমন সাইটের মধ্যে অন্যতম হচ্ছে  eboi4u.blogspot.com এই সাইট থেকে আপনি আপনার পছন্দের লেখক এর বই আর কমিক সংগ্রহ করতে  পারবেন ইংরেজি বই এই সাইটে পাবেন।


বিনামুল্য বাংলা বই ডাউনলোড করার জন্য কিছু সাইট:
কিনতেও পারবেন অনলাইনে:


বিভিন্ন ই-কমার্স সাইটে পিডিএফ বই এর পাশাপাশি ছাপা বইও কিনতে পাওয়া যায়।জনপ্রিয় ই-কমার্স সাইট amazon.com থেকেও এখন বাংলা বই কেনা যায়।
বাংলা বই বিক্রি করে এমন কয়টি সাইট হল:
ক্রেডিট কার্ড,বিকাশ,ক্যাশ অন ডেলিভারি প্রভৃতি উপায়ে এসব সাইট থাকে বই কেনা যাবে।
 

No comments:

Post a Comment