অনেক
সময় কম্পিউটারের হার্ডডিস্ক ফরম্যাট হয়ে যায়। এতে কম্পিউটারে সংরক্ষিত
গুরুত্বপূর্ণ অনেক তথ্য হারিয়ে যায়। হারিয়ে যাওয়া (ডিলিট হওয়া) এসব
ফাইল পুনরুদ্ধার (ফাইল রিকভার) করতে হলে বিশেষ সফটওয়্যার ব্যবহার করতে
হয়। এসব সফটওয়্যার অনলাইনে কিনতে পাওয়া যায়। তবে এ ধরনের কিছু
সফটওয়্যার আবার বিনামূল্যেও পাওয়া যায়। ফাইল রিকভার করার এমনই একটি
সফটওয়্যার 'প্যানডোরা রিকভারি'।
'প্যানডোরা রিকভারি' ব্যবহার করতে হলে প্রথমে http://adf.ly/Lhcgd থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এরপর ইনস্টল করে চালু করুন। Next বাটন ক্লিক করুন। ড্রাইভের ফাইলগুলো পুরোপুরি মুছে গেলে No, I did not find my filesএ ক্লিক করুন। এবার যে ড্রাইভ থেকে ফাইলগুলো মুছে গেছে, সেটি নির্বাচন করুন। Browse সিলেক্ট করে Next ক্লিক করুন। এবার বাঁ দিকের প্যানেল থেকে যে ড্রাইভ থেকে ফাইল ডিলিট হয়েছে, তা ক্লিক করুন। এখানে স্ক্যান করার পর ডিলিট হয়ে যাওয়াফাইল-ফোল্ডারগুলো দেখা যাবে। এবার ব্রাউজ করে মুছে যাওয়া ফাইলটি বের করুন। এরপর নষ্ট হয়ে যাওয়া ফাইলের ওপর রাইট বাটন ক্লিক করে Recover to-তে ক্লিক করুন। To this folder (click Browse to choose existing folder of choose folder from the list)-এ ক্লিক করে অন্য যেকোনো ড্রাইভ অথবা ক্ষেত্রবিশেষে ইউএসবি ড্রাইভের লোকেশন নির্বাচন করুন। এ ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যে ড্রাইভ থেকে ফাইল মুছে গেছে সে ড্রাইভটি নির্বাচন করা যাবে না। এরপর close ক্লিক করলেই মুছে যাওয়া ডাটাগুলো নির্দিষ্ট ড্রাইভে ফিরে পাওয়া যাবে।
No comments:
Post a Comment