Sunday, May 5, 2013

স্বাধীন কাজে স্বাধীন সফটওয়্যার

তিন বছর আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে পাস করেও চাকরির পেছনে ছোটেননি আসিফ। আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন নিজে কিছু করবেন। বিনিয়োগ বলতে ইন্টারনেট সংযোগসহ ঘরের কম্পিউটার আর অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি ট্যাবলেট। মুক্ত সফটওয়্যারের এই যুগে আর কী লাগে। শুরু করলেন অ্যাপ্লিকেশন বানানো। এ ক্ষেত্রে আস্থা রাখলেন আরেক মুক্ত সফটওয়্যার 'ওয়ার্ডপ্রেসে'। এরপর শুধুই এগিয়ে গেছেন। এ সময়ের মধ্যেই গড়ে তুলেছেন মাঝারি আকারের একটি সফটওয়্যার। এখানে কাজ করেন ২১ জন। সবারই আস্থা মুক্ত সফটওয়্যারে। আসিফ জানান, মুক্ত সফটওয়্যারের সোর্সকোড সবার জন্য উন্মুক্ত। আর সফটওয়্যার ব্যবহারে সমস্যা হলে সমাধানের উপায়ও পাওয়া যায়। একান্তই যদি সমস্যা জট পেকে যায়, তাহলে অনলাইনে ডেভেলপারদের জানালে তাঁরা এর সমাধান করে দেন। যেহেতু মুক্ত সফটওয়্যার তৈরিতে অনেকেই যুক্ত থাকেন (কোনো প্রতিষ্ঠান নয়), তাই এর কোনো নির্দিষ্ট মালিকানা থাকে না। ফলে লাইসেন্স নবায়নে প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ টাকাও গুনতে হয় না

Wednesday, April 24, 2013

হতে চাইলে 'অনলাইন' কারবারি

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আল বেরুনী। অবসর সময়ের বেশির ভাগই কাটে ব্লগ লিখে। তবে শখে নয়, তিনি ব্লগ লেখেন বাড়তি আয়ের জন্য। এখানকার আয় কখনো কখনো চাকরির বেতনও ছাড়িয়ে যায়। সুজন একা নন, এরই মধ্যে অর্ধলক্ষাধিক বাংলাদেশি তরুণ অনলাইনে নিজস্ব ব্যবসা খুলেছেন। গ্রাহকদের সেবা ও পরামর্শ দিয়ে তাঁরা আয় করছেন বৈদেশিক মুদ্রা।


স্যাটেলাইটের অপেক্ষায় আমরা

গত বছরের মার্চে বিটিআরসি জানিয়েছিল, তিন বছরের মধ্যে অর্থাৎ ২০১৫ সালের মধ্যে স্যাটেলাইটটি পাঠানো হতে পারে। কিন্তু এখন বলা হচ্ছে, আরো এক বছর সময় বেশি লাগতে পারে। বিটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে কাঙ্ক্ষিত এ স্যাটেলাইটের জন্য অরবিটাল স্লট (১১৯ দশমিক ১ই) পেতে রাশিয়াভিত্তিক মহাকাশ যোগাযোগবিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান 'ইন্টারস্পুটনিক'-এর সঙ্গে করা হয়েছে একটি প্রাথমিক নন বাইন্ডিং সমঝোতা। এখন খোঁজা হচ্ছে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় চার হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার জোগানদাতা। এ জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও ইউএনডিপির সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। অরবিটাল স্লট ভাড়া নেওয়া হবে, নাকি কিনে নেওয়া হবে, আর এসবের জন্য কী পরিমাণ অর্থ ব্যয় হতে পারে_সে বিষয়গুলো অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। এদিকে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন' (আইটিইউ) থেকে নিজস্ব অরবিটাল লোকেশন (৬৯, ১০২ ও ১৩৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) ও এর জন্য প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি পাওয়ার জন্যও প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে।


Tuesday, April 2, 2013

ই-বুক বা অকাগুজে বই

প্রযুক্তি বদলে দিয়েছে বই প্রকাশের ধরনও।এখন বই মানে সদ্য ছাপা কালির গন্ধ নয়।কম্পিউটারে বসেই এখন পড়া  যাচ্ছে হরেক রকম ব্ই।অকাগুজে এসব বই দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে।১৪৪০ সালে গুটেনবার্গের ছাপাখানায় সর্বপ্রথম বই ছাপা হয়েছিল  তবে না ছেপেও যে বই প্রকাশ করা যা্য় তা দেখতে ঘুরে আসতে ইন্টারনেট এর জগত থেকে।
ইন্টারনেটে বাংলা বই :
ইন্টারনেটে বাংলা ই-বুক এর এক বিশাল সংগ্রহশালা রয়েছে।ইংরেজি ভাষার ই-বুক এর তুলনায় বাংলা ই-বুক এর সমাহার যে কম নয় তা বাংলা বই এর বিভিন্ন সাইট ঘুরে দেখলেই বোঝা যায়।বাংলা এসব ই-বই বিনামুল্যে যেমন পাওয়া যায় তেমনি চাইলে বিভিন্ন সাইট থেকে কিনেও নেওয়া যায়।
বিনামুল্যে বাংলা বই ডা্উনলোড করা যায় এমন সাইটের মধ্যে অন্যতম হচ্ছে  eboi4u.blogspot.com এই সাইট থেকে আপনি আপনার পছন্দের লেখক এর বই আর কমিক সংগ্রহ করতে  পারবেন ইংরেজি বই এই সাইটে পাবেন।

Sunday, March 31, 2013

হারিয়ে যাওয়া ফাইল পুনরুদ্ধার

অনেক সময় কম্পিউটারের হার্ডডিস্ক ফরম্যাট হয়ে যায়। এতে কম্পিউটারে সংরক্ষিত গুরুত্বপূর্ণ অনেক তথ্য হারিয়ে যায়। হারিয়ে যাওয়া (ডিলিট হওয়া) এসব ফাইল পুনরুদ্ধার (ফাইল রিকভার) করতে হলে বিশেষ সফটওয়্যার ব্যবহার করতে হয়। এসব সফটওয়্যার অনলাইনে কিনতে পাওয়া যায়। তবে এ ধরনের কিছু সফটওয়্যার আবার বিনামূল্যেও পাওয়া যায়। ফাইল রিকভার করার এমনই একটি সফটওয়্যার 'প্যানডোরা রিকভারি'।

কম্পিউটার রক্ষার ৫ কবচ

অনেক কঠিন কাজই সহজ করে দিচ্ছে কম্পিউটার। কিন্তু ভাইরাস, স্পাইঅয়্যার, হ্যাকার, স্প্যামারদের যন্ত্রণায় কম্পিউটার ব্যবহারই এখন কঠিন হয়ে পড়েছে। এসব যন্ত্রণা থেকেও আছে সহজ মুক্তির উপায়! 
সেফটি স্ক্যানার
কম্পিউটারের নিরাপত্তার জন্য মাইক্রোসফটের 'সেফটি স্ক্যানার' টুলটি খুবই কার্যকর। 'সেফটি স্ক্যানার' ব্যবহার করে কম্পিউটার থেকে ভাইরাস, স্পাইওয়্যার এবং ম্যালিসিয়াসের মতো ক্ষতিকর প্রোগাম মুছে ফেলা যায়। প্রচলিত অ্যান্টিভাইরাসের সঙ্গে এর কিছু পার্থক্য আছে। অ্যান্টিভাইরাসগুলো শুধু পিসি স্ক্যান করে, আর সেফটি স্ক্যানার পিসি স্ক্যানের পাশাপাশি অপারেটিং সিস্টেমের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে।
টুলটি প্রথমে www.microsoft.com/security/scanner/en-us/default.aspx সাইট থেকে ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল ও চালু করতে হবে। এরপর কোন পদ্ধতিতে স্ক্যান করতে চান তা নির্বাচন করে দিলেই হলো।

Saturday, March 30, 2013

উইন্ডো লুকিয়ে রাখতে হলে


 অনেক সময় অনেকে মিলে একটি কম্পিউটার ব্যবহার করেন। বাসায় কিংবা অফিসে কম্পিউটার সংকট পড়লে এমনটি ঘটে। এ ক্ষেত্রে দেখা যায়, কারো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের কাজ করতে হচ্ছে, আরেক জনের লাগছে মাইক্রোসফট অফিস।
এমন পরিস্থিতিতে সাধারণত একজন অন্য জনের ব্যবহার করা প্রোগ্রাম মিনিমাইজ করে জরুরি কাজ সারেন। ফলে কম্পিউটারে একাধিক প্রোগ্রাম চালু থাকে।
এ রকম পরিস্থিতিতে কম্পিউটার অনেক সময় গোলমেলে কাজ করে। এ সমস্যা থেকে রেহাই দিতে পারে সফটওয়ার 'ওয়াচক্যাট'।
চলন্ত বিভিন্ন উইন্ডো সিস্টেম ক্র্যাশের কারণে অদৃশ্য হয়ে গেলে সেগুলোকে ফিরিয়ে আনা, কোনো প্রোগ্রাম (উইন্ডো) লুকিয়ে রাখা বা নিজের লুকিয়ে রাখা উইন্ডো দৃশ্যমান করা যাবে সফটওয়্যারটি ব্যবহার করে।