
Tutorial Box
A collection of Computer Tutorials,tips and tricks
Sunday, May 5, 2013
স্বাধীন কাজে স্বাধীন সফটওয়্যার

Wednesday, April 24, 2013
হতে চাইলে 'অনলাইন' কারবারি
স্যাটেলাইটের অপেক্ষায় আমরা

Tuesday, April 2, 2013
ই-বুক বা অকাগুজে বই
প্রযুক্তি বদলে দিয়েছে বই প্রকাশের ধরনও।এখন বই মানে সদ্য ছাপা কালির গন্ধ নয়।কম্পিউটারে বসেই এখন পড়া যাচ্ছে হরেক রকম ব্ই।অকাগুজে এসব বই দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে।১৪৪০ সালে গুটেনবার্গের ছাপাখানায় সর্বপ্রথম বই ছাপা হয়েছিল তবে না ছেপেও যে বই প্রকাশ করা যা্য় তা দেখতে ঘুরে আসতে ইন্টারনেট এর জগত থেকে।
ইন্টারনেটে বাংলা বই :
ইন্টারনেটে বাংলা ই-বুক এর এক বিশাল সংগ্রহশালা রয়েছে।ইংরেজি ভাষার ই-বুক এর তুলনায় বাংলা ই-বুক এর সমাহার যে কম নয় তা বাংলা বই এর বিভিন্ন সাইট ঘুরে দেখলেই বোঝা যায়।বাংলা এসব ই-বই বিনামুল্যে যেমন পাওয়া যায় তেমনি চাইলে বিভিন্ন সাইট থেকে কিনেও নেওয়া যায়।
বিনামুল্যে বাংলা বই ডা্উনলোড করা যায় এমন সাইটের মধ্যে অন্যতম হচ্ছে eboi4u.blogspot.com এই সাইট থেকে আপনি আপনার পছন্দের লেখক এর বই আর কমিক সংগ্রহ করতে পারবেন ইংরেজি বই এই সাইটে পাবেন।
ইন্টারনেটে বাংলা বই :
ইন্টারনেটে বাংলা ই-বুক এর এক বিশাল সংগ্রহশালা রয়েছে।ইংরেজি ভাষার ই-বুক এর তুলনায় বাংলা ই-বুক এর সমাহার যে কম নয় তা বাংলা বই এর বিভিন্ন সাইট ঘুরে দেখলেই বোঝা যায়।বাংলা এসব ই-বই বিনামুল্যে যেমন পাওয়া যায় তেমনি চাইলে বিভিন্ন সাইট থেকে কিনেও নেওয়া যায়।
বিনামুল্যে বাংলা বই ডা্উনলোড করা যায় এমন সাইটের মধ্যে অন্যতম হচ্ছে eboi4u.blogspot.com এই সাইট থেকে আপনি আপনার পছন্দের লেখক এর বই আর কমিক সংগ্রহ করতে পারবেন ইংরেজি বই এই সাইটে পাবেন।
Sunday, March 31, 2013
হারিয়ে যাওয়া ফাইল পুনরুদ্ধার

কম্পিউটার রক্ষার ৫ কবচ
অনেক
কঠিন কাজই সহজ করে দিচ্ছে কম্পিউটার। কিন্তু ভাইরাস, স্পাইঅয়্যার,
হ্যাকার, স্প্যামারদের যন্ত্রণায় কম্পিউটার ব্যবহারই এখন কঠিন হয়ে পড়েছে।
এসব যন্ত্রণা থেকেও আছে সহজ মুক্তির উপায়!
সেফটি স্ক্যানার
কম্পিউটারের নিরাপত্তার জন্য মাইক্রোসফটের 'সেফটি স্ক্যানার' টুলটি খুবই কার্যকর। 'সেফটি স্ক্যানার' ব্যবহার করে কম্পিউটার থেকে ভাইরাস, স্পাইওয়্যার এবং ম্যালিসিয়াসের মতো ক্ষতিকর প্রোগাম মুছে ফেলা যায়। প্রচলিত অ্যান্টিভাইরাসের সঙ্গে এর কিছু পার্থক্য আছে। অ্যান্টিভাইরাসগুলো শুধু পিসি স্ক্যান করে, আর সেফটি স্ক্যানার পিসি স্ক্যানের পাশাপাশি অপারেটিং সিস্টেমের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে।
টুলটি প্রথমে www.microsoft.com/security/scanner/en-us/default.aspx সাইট থেকে ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল ও চালু করতে হবে। এরপর কোন পদ্ধতিতে স্ক্যান করতে চান তা নির্বাচন করে দিলেই হলো।
সেফটি স্ক্যানার
কম্পিউটারের নিরাপত্তার জন্য মাইক্রোসফটের 'সেফটি স্ক্যানার' টুলটি খুবই কার্যকর। 'সেফটি স্ক্যানার' ব্যবহার করে কম্পিউটার থেকে ভাইরাস, স্পাইওয়্যার এবং ম্যালিসিয়াসের মতো ক্ষতিকর প্রোগাম মুছে ফেলা যায়। প্রচলিত অ্যান্টিভাইরাসের সঙ্গে এর কিছু পার্থক্য আছে। অ্যান্টিভাইরাসগুলো শুধু পিসি স্ক্যান করে, আর সেফটি স্ক্যানার পিসি স্ক্যানের পাশাপাশি অপারেটিং সিস্টেমের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে।
টুলটি প্রথমে www.microsoft.com/security/scanner/en-us/default.aspx সাইট থেকে ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল ও চালু করতে হবে। এরপর কোন পদ্ধতিতে স্ক্যান করতে চান তা নির্বাচন করে দিলেই হলো।
Saturday, March 30, 2013
উইন্ডো লুকিয়ে রাখতে হলে
অনেক সময় অনেকে মিলে একটি কম্পিউটার ব্যবহার করেন। বাসায় কিংবা অফিসে কম্পিউটার সংকট পড়লে এমনটি ঘটে। এ ক্ষেত্রে দেখা যায়, কারো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের কাজ করতে হচ্ছে, আরেক জনের লাগছে মাইক্রোসফট অফিস।
এমন পরিস্থিতিতে সাধারণত একজন অন্য জনের ব্যবহার করা প্রোগ্রাম মিনিমাইজ করে জরুরি কাজ সারেন। ফলে কম্পিউটারে একাধিক প্রোগ্রাম চালু থাকে।
এ রকম পরিস্থিতিতে কম্পিউটার অনেক সময় গোলমেলে কাজ করে। এ সমস্যা থেকে রেহাই দিতে পারে সফটওয়ার 'ওয়াচক্যাট'।
চলন্ত বিভিন্ন উইন্ডো সিস্টেম ক্র্যাশের কারণে অদৃশ্য হয়ে গেলে সেগুলোকে ফিরিয়ে আনা, কোনো প্রোগ্রাম (উইন্ডো) লুকিয়ে রাখা বা নিজের লুকিয়ে রাখা উইন্ডো দৃশ্যমান করা যাবে সফটওয়্যারটি ব্যবহার করে।
Subscribe to:
Posts (Atom)