ইন্টারনেটে নিজের মত প্রকাশের জনপ্রিয় মাধ্যম ব্লগ। ব্লগের উপস্থাপনা
তখনই সার্থক হয় যখন বেশিসংখ্যক পাঠক আপনার ব্লগের লেখাগুলো নিয়মিত পড়বে। ব্লগের পাঠকসংখ্যা
বাড়ানোর সাতটি উপায় :
১ .সম্পাদনাই মূলমন্ত্র:
লেখা হতে হবে ছিমছাম,
ঝকঝকে। এ ক্ষেত্রে আপনার
ব্লগপোস্টের শিরোনাম যথাসম্ভব ছোট রাখুন। ব্লগকে আকর্ষণীয় রাখতে সব সময় পোস্টে লেখা বিষয়ের সঙ্গে সামঞ্জস্য
রেখে ছবি দিতে ভুলবেন না। ছবিসহ ব্লগ, ছবিহীন এর চেয়ে অনেক বৈচিত্র্যপূর্ণ। সংবাদপত্র থেকে
টিপস সংগ্রহ করুন।
পাঠকদের মন্তব্যের প্রতি যত্নশীল হোন। লেখার সয়েঙ্গ নির্দিষ্ট কয়েকটি কিওয়ার্ড
ব্যবহার করুন। এতে তারা সহজেই কাঙ্ক্ষিত পোস্টটি খুঁজে পাবে। ব্লগ নিয়মিত
আপডেট করুন বা নতুন কিছু লিখুন। কোনো কারণে কিছুদিন লিখতে না পারলে নতুন লেখায় সে প্রসঙ্গে
কৈফিয়ত দিতে দ্বিধাবোধ করবেন না। এতে পাঠক ব্যাপারটিকে স্বাভাবিকভাবে নেবে।
২.সাম্প্রতিক বিষয়ে
লিখুন:
সাধারণত সবাই ইন্টারনেটে
সামপ্রতিক ঘটনাবলিই খোঁজ করে। এ ক্ষেত্রে আপনি দৈনন্দিন জীবনের সাম্প্রতিক ও চলমান ঘটনাগুলোর
ওপরই লেখার চেষ্টা করুন। নতুন কিছু জানতে পারলে বা ব্রেকিং নিউজ পেলে সঙ্গে সঙ্গে সেটি
আপনার ব্লগে শেয়ার করুন। এতে আপনি অনেক বেশি পাঠক পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায়, কেউ সাম্প্রতিক বিষয়ের
ওপর অনেক কম লিখেও ২০-৩০টির মতো মন্তব্য পায়। অন্যদিকে পুরনো একটি ইস্যুর ওপর লিখে অনেক বড়
একটি পোস্ট দেওয়া সত্ত্বেও মন্তব্য পায় ৫-১০টি। খুবই ভালো বা খুবই খারাপ মানের লেখার চেয়ে
প্রতি লেখার একই মান ধরে রাখুন। এটি নিঃসন্দেহে আপনার ব্লগের মধ্যে বৈচিত্র্য নিয়ে আসবে।
৩.সামাজিক সাইটে
শেয়ার করুন:
আপনার ব্লগপোস্টটি ব্লগে
সাবমিট করার পর সেটি ফেইসবুকের মতো বিভিন্ন সামাজিক সাইটে শেয়ার করুন। এতে ওই সামাজিক
সাইটগুলোতে আপনার বন্ধুতালিকায় থাকা সদস্যসহ অন্যরাও আপনার ব্লগপোস্টটি পড়ার আগ্রহ
দেখাবে। এ সময় আপনার
শেয়ার করা ব্লগপোস্টটিতে কেউ মন্তব্য করলে তা স্বয়ংক্রিয়ভাবে মন্তব্যকারীর প্রোফাইলে
চলে যাবে। এতে আপনি বাড়তি আরো কিছু পরিদর্শক পেয়ে যাবেন।
তা ছাড়া সামাজিক সাইটগুলোর প্রায় প্রতিটির একটি সার্চইঞ্জিন
থাকে। এতে কেউ কোনো
বিষয়ের ওপর সার্চ দিলে আপনার ব্লগপোস্টটি তাদের নজরে আসতেও পারে। এ জন্য আপনাকে
আপনার ব্লগ পোস্টের শিরোনাম ও কিওয়ার্ডের প্রতি যথেষ্ট যত্নশীল হতে হবে।
৪.ফ্যান পেইজ খুলুন:
৪.ফ্যান পেইজ খুলুন:
ব্লগ সাইটের ভিজিটর
বাড়ানোর সবচেয়ে সহজ উপায় ফেইসবুক বা টুইটারে থাকা ফ্যান পেইজগুলোর মাধ্যমে ব্লগপোস্ট
শেয়ার করা। বর্তমানে গুগল প্লাসেও এই সুবিধা চালু করা হয়েছে। এ ক্ষেত্রে আপনার
ব্লগ সাইটের টাইটেল দিয়ে ফেইসবুকে একটি ফ্যান পেইজ খুলুন এবং আপনার ব্লগের ইউআরএল
দিয়ে একটি ফেইসবুক গেজেট আপনার ব্লগে রাখুন। এতে একজন পরিদর্শক যখন আপনার ব্লগে প্রবেশ করবে,
তখন তিনি 'লাইক' বাটনটিতে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্লগের সব পোস্টের নিয়মিত
আপডেট দেখতে পারবে। এ ক্ষেত্রে তাকে আপনি একজন নিয়মিত পরিদর্শক হিসেবে ধরে নিতে
পারেন। এ ক্ষেত্রে আপনার
ব্লগ সাইটের পোস্টগুলো সেসব ফ্যান পেইজগুলোতে শেয়ার করতে যথেষ্ট সচেষ্ট হতে হবে।
৫. অতিথি পোস্ট করুন:
অন্যান্য ব্লগ সাইটে
আপনার ব্লগ সাইটটিকে একটি পোস্টের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করুন। এ ক্ষেত্রে একজন
পরিদর্শক আপনার ব্লগ থেকে কী কী সুবিধা পেতে পারে বা অন্যান্য ব্লগ সাইটের সঙ্গে আপনার
ব্লগ সাইটের মূল পার্থক্যগুলো কী_এসব বিষয়ের ওপর প্রাধান্য দিন। এ সময় আপনার
অতিথি পোস্টের প্রতিটি মন্তব্যের জবাব দিন। এতে সেসব মন্তব্যকারী আপনার প্রতি সন্তুষ্ট হবে। ফলে আপনি কিছু
ভিজিটরও পাবেন।
৬. সমস্যার সমাধান দিন:
পাঠকরা আপনার আত্মজীবনী
পড়তে আগ্রহী হবে না। বরং প্রতিনিয়ত আমরা যেসব সাধারণ সমস্যায় পড়ি তার সহজ সমাধান
দিন। তবে বিষয়টি সম্পর্কে
আপনার ধারণা থাকতে হবে। যদি তা না থাকে, সে ক্ষেত্রে সে বিষয়ে বিশেষজ্ঞদের মন্তব্যের
সূত্র হিসেবে পোস্ট করতে পারেন। এতে আপনার ব্লগের জনপ্রিয়তা বাড়বে।
৭.প্রতিযোগিতার
আয়োজন করুন:
মাঝেমধ্যে আপনার ব্লগ
সাইটে ছোট ছোট প্রতিযোগিতার আয়োজন করুন। এটি আপনি একা আয়োজন করতে না পারলেও আপনার পরিচিত ব্লগারদের
মাঝ থেকেও স্পন্সর পেতে পারেন। এটি নিঃসন্দেহে আপনার ব্লগে পরিদর্শকের সংখ্যা বাড়াবে। প্রতিযোগিতার
নির্দিষ্ট সময়সীমার পর বিজয়ীদের প্রাপ্য উপহার একটি আড্ডার মাধ্যমে তুলে দিতে পারেন। এটি বিভিন্ন সংবাদপত্রেরও
নজরে আসতে পারে। ফলে আপনার ব্লগের খবর অনেকের কাছেই পৌঁছে যাবে। আর পরিদর্শক তো
পাচ্ছেনই।
No comments:
Post a Comment