শুধু হ্যান্ডসেট নয়, টেলিযোগাযোগ যন্ত্রাংশ তৈরিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এরিকসন। বাংলাদেশের টেলিযোগাযোগ বাজারেও এরিকসনের অবস্থান বেশ শক্ত। এই এরিকসনের প্রতিষ্ঠাতার নাম লার্স ম্যাগনাস এরিকসন।
ম্যাগনাস এরিকসনের জন্ম ১৮৪৬ সালের ৫ মে সুইডেনে। শৈশব কেটেছে তাঁর ছোট্ট গ্রাম ভেগারবোলে। মাত্র ১২ বছর বয়সে বাবাকে হারিয়ে তিনি অনেকটাই একাকিত্বে পড়ে যান। বাস্তবতার ফাঁদে পড়ে নেমে পড়েন টাকা রোজগারে। আর স্বপ্ন দেখতেন, টাকা জমিয়ে একদিন গ্রাম ছেড়ে পাড়ি জমাবেন স্টকহোমে। শহরে কাজের অনেক সুযোগ আছে বলেই তিনি এমনটা ভাবতেন। ১৮৬৭ সালের দিকে তাঁর সেই শুভ মুহূর্ত আসে এবং উড়ে যান স্টকহোমে। সেখানে গিয়েই টেলিগ্রাফের যন্ত্রাংশ তৈরির প্রতিষ্ঠান ওলার্স অ্যান্ড কোং-এ কাজের সুযোগ পান। তাঁর প্রতিভা এবং যোগ্যতা দেখে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে বিশেষ বৃত্তি দিয়ে যন্ত্রাংশের ওপর পড়াশোনার সুযোগ দেওয়া হয়। ১৮৭২-১৮৭৫ সাল পর্যন্ত তিনি এ প্রশিক্ষণ নেন। এরপর যোগ দেন সিমেন্সে।
১৮৭৬ সালে এরিকসন তাঁর ঘনিষ্ঠ বন্ধু কার্ল জন এন্ডারসনকে নিয়ে একটি মেকানিক্যাল ওয়ার্কশপ প্রতিষ্ঠা করেন। এ ওয়ার্কশপ থেকে তাঁরা রান্নাঘরের বিভিন্ন যন্ত্রাংশ প্রস্তুত করতে শুরু করেন। কিন্তু এরিকসন খুব ভালোভাবে বুঝতে পারেন ধীরে ধীরে টেলিফোনের চাহিদা তৈরি হচ্ছে। তাই তিনি নিজস্ব ডিজাইন তৈরি করে ১৮৮৩ সাল থেকে এরিকসন নাম দিয়ে টেলিফোনের প্রস্তুত শুরু করেন।
ম্যাগনাস এরিকসন প্রচারবিমুখ মানুষ ছিলেন। এমনকি এরিকসনের নিজস্ব ডিজাইন করা টেলিফোন সেটের মডেল নিয়ে অনেকেই সেট তৈরি শুরু করে। কিন্তু তিনি কখনো প্রতিবাদও করেননি।
১৯২৬ সালের ১৭ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
No comments:
Post a Comment