এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এতে ইউজার ফ্রেন্ডলি ইমেজ এডিট টুল রয়েছে। এর মাধ্যমে খুব সহজেই ফটোশপের মতোই ইমেজ এডিট করা যায়। মাত্র ২.৫৬০ মেগাবাইটের এ ফ্রিওয়্যার সফটওয়্যারটি দিয়ে উইন্ডো বা ওয়েবপেজের নানা ধরনের স্ক্রিনশট নেওয়া যাবে। ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন আপনার স্ক্রিনশট ভিউ। পুরো স্ক্রিন ও স্ক্রিনের যেকোনো অংশের প্রয়োজন অনুযায়ী শট নিতে এটি বেশি কার্যকর। এ ছাড়া সফটওয়্যারটি ব্যবহার করে সহজেই ব্রাইটনেস, কনট্রাস্ট, কালার প্যালেট, ইফেক্টসহ ইমেজের সব ধরনের কাজই করা যাবে। সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে বিনা মূল্যেই। ঠিকানা : www.picpick.org/download
Tuesday, March 26, 2013
পিকপিক থেকে স্ক্রিনশট
এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এতে ইউজার ফ্রেন্ডলি ইমেজ এডিট টুল রয়েছে। এর মাধ্যমে খুব সহজেই ফটোশপের মতোই ইমেজ এডিট করা যায়। মাত্র ২.৫৬০ মেগাবাইটের এ ফ্রিওয়্যার সফটওয়্যারটি দিয়ে উইন্ডো বা ওয়েবপেজের নানা ধরনের স্ক্রিনশট নেওয়া যাবে। ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন আপনার স্ক্রিনশট ভিউ। পুরো স্ক্রিন ও স্ক্রিনের যেকোনো অংশের প্রয়োজন অনুযায়ী শট নিতে এটি বেশি কার্যকর। এ ছাড়া সফটওয়্যারটি ব্যবহার করে সহজেই ব্রাইটনেস, কনট্রাস্ট, কালার প্যালেট, ইফেক্টসহ ইমেজের সব ধরনের কাজই করা যাবে। সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে বিনা মূল্যেই। ঠিকানা : www.picpick.org/download
Labels:
Software
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment